ছয় মাস পর বিসিবির বোর্ড সভা, আসবে যেসব সিদ্ধান্ত

0
264

ছয় মাসের দীর্ঘ নিরবতা শেষে আগামী সোমবার (১২ ফেব্রুয়ারি) বোর্ড সভায় বসতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে মেয়াদোত্তীর্ণ নির্বাচক কমিটি, ভারত বিশ্বকাপের ব্যর্থতা, শেখ হাসিনা স্টেডিয়ামসহ একাধিক বিষয়ে আসতে পারে সিদ্ধান্ত।

রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন।

গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমরা আশা করছি আগামীকাল ৪টায় শুরু হবে বোর্ড মিটিং। আমাদের মিটিংয়ে অর্থনৈতিক ব্যাপারগুলোর পাশাপাশি নির্বাচক প্যানেল নিয়ে আলোচনা হবে। এছাড়াও আমাদের স্টেডিয়ামের কাজ নিয়ে বোর্ডকে আপডেট জানানো হবে। স্টেডিয়াম সংশ্লিষ্ট কিছু বিষয় অনুমোদনের জন্য বোর্ডে পেশ করা হবে।’

এবারের সভার অন্যতম আলোচন্য বিষয় নির্বাচক প্যানেল। গত বছরই শেষ হয়েছে মিনহাজুল আবেদিন নান্নুর প্যানেলের মেয়াদ। এবার নতুন কোনো কমিটি হবে নাকি পুরনোদেরই মেয়াদ বাড়ানো হবে সে সব বিষয়ে সোমবার আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।

এ বিষয়ে নিজাম উদ্দিন বলেন, ‘বোর্ডে আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে। বাদ দেয়ার বিষয় নিয়ে তো কেউ আলোচনা করেনি। বিষয়টা হচ্ছে এই কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে। যেহেতু মেয়াদ শেষ তো পরবর্তী কমিটিতে কারা থাকবেন সেই বিষয়ে বোর্ডের নীতিগত অনুমোদন দরকার। সেজন্য ব্যাপারটা এজেন্ডায় রাখা হয়েছে।’

এ সভায় উপস্থাপন করা হবে ভারত বিশ্বকাপের ব্যর্থতা নিয়ে হওয়া তদন্ত রিপোর্টও। এছাড়া শেখ হাসিনা স্টেডিয়ামের অবকাঠামো নির্মাণের চূড়ান্ত নিলাম ও জাতীয় দলের ভবিষ্যত অধিনায়কের বিষয়েও আসতে পারে সিদ্ধান্ত।

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here