ফিলিস্তিনিদের প্রতি অকুণ্ঠ সমর্থন জানানোয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান।
সোমবার (৪ ডিসেম্বর) সচিবালয়ে নিজ দফতরে ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদানের সঙ্গে বৈঠক শেষে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এ তথ্য জানান।
গাজায় নির্বিচারে নারী ও শিশু হত্যার পরও যারা ইসরাইলের পক্ষাবলম্বন করছে, তারা মানবতা নিয়ে কথা বলার নৈতিক অধিকার হারিয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিলিস্তিনিদের পক্ষে ছিলেন, আছেন ও থাকবেন। রাষ্ট্রদূত ফিলিস্তিনের প্রতি অকুণ্ঠ সমর্থনের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘আমি তাকে (রাষ্ট্রদূত) জানিয়েছি যে জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিলিস্তিনিদের পক্ষে কথা বলেছেন, বাংলাদেশের পার্লামেন্টের সংসদ নেতা হিসেবে ফিলিস্তিনের পক্ষে বিশেষ আলোচনার আয়োজন করেছেন। গাজায় যে হত্যাযজ্ঞ চলছে, সেটার প্রতিবাদ করেছেন।’
সম্প্রচারমন্ত্রী বলেন, ‘ফিলিস্তিনিদের পাশে থাকার আমাদের যে অঙ্গীকার, ইসরাইলের হত্যাযজ্ঞের বিরুদ্ধে যে আমাদের অবস্থান, সেটা তাকে পুনর্ব্যক্ত করেছি। আমরা মনে করি স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে এ সমস্যার সমাধান সম্ভব। আমরা টু স্টেইট পলিসি সমর্থন করি। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই এ সমস্যার সমাধান সম্ভব।
হাছান মাহমুদ জানান, ফিরিস্তিনি রাষ্ট্রদূত আরব বিশ্বের নেতাদের ভূমিকায় হতাশা ব্যক্ত করেছেন।
আওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা মনে করি একবিংশ শতাব্দীতে গাজায় নারী ও শিশুদের হত্যা করা হচ্ছে, আর পৃথিবী বসে বসে তাকিয়ে আছে। যারা বসে বসে দেখছে, যারা ফিলিস্তিনিদের পক্ষে না দাঁড়িয়ে ইসরাইলের পক্ষাবলম্বন করছে; মানবতা নিয়ে কথা বলার নৈতিক অধিকার তারা হারিয়েছে।