নাটোরের লালপুরে দোকানে ভাঙচুর চালিয়ে দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় উত্তেজনা বিরাজ করছে পুরো এলাকায়।
মঙ্গলবার (৯ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার লালপুর বাজারে এঘটনা ঘটে।
আহতরা হলেন: উপজেলার নুরুল্লাহপুর গ্রামের ওমরের ছেলে আহি (২১) এবং রামকৃষ্ণপুর গ্রামের জমির মন্ডলের ছেলে আশিকুজ্জামান (২৮)।
ব্যবসায়ীরা জানান, বাজারের চাদের হাট কমসমেটিকস দোকানের মালিক আহির সঙ্গে সেলসম্যান মাসুমের (২৮) কথা কাটাকাটি হয়। এর জেরে মাসুম তার পরিচিত অপূর্ব, সিয়াম, রায়হানসহ ছয়জনকে সাথে নিয়ে অতর্কিত ভাবেদোকানে ভাঙচুর চালায় এবং চাপাতি দিয়ে দুই দোকানিকে কুপিয়ে জখম করে। পরে অন্যান্য ব্যবসায়ীরা আহতদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ দিকে এ ঘটনায় হামলাকারীদের গ্রেফতারের দাবিতে বাজার এলাকায় বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হামলাকারীদের আটক করতে অভিযান চলছে।