এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘরের মাঠেই খেলার কথা ছিল বাংলাদেশে নারী ক্রিকেট দলের। কিন্তু দেশের রাজনৈতিক পটপরিবর্তন এবং অস্থিরতার কারণে বিশ্বকাপের আসর সরিয়ে নিয়েছে আইসিসি। ফলে বাংলাদেশের বদলে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। ৩ অক্টোবর বাংলাদেশের ম্যাচ দিয়েই পর্দা উঠবে এবারের আসরের।
টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে দেশ ছেড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে দেশ ছাড়ে নিগার সুলতানা জ্যোতির দল।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো কিছু করার স্বপ্ন দেখিয়ে গেলেও অতীত বলছে খুব বেশি আশাবাদী হওয়ার উপায় নেই। আগের চার আসরে একটি ম্যাচও জিততে পারেনি টাইগ্রেসরা। এবার সেই ধারাবাহিকতায় ছেদ টানতে চায় বাংলাদেশ। অন্তত একটি জয় উপহার দিতে চায় দেশবাসীকে। গত মঙ্গলবার আনুষ্ঠানিক ফটোসেশনের পর এমনটাই জানান টাইগ্রেসদের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
জ্যোতি বলেছিলেন, ‘যে পরিসংখ্যানের (জয়খরা) কথা বললেন, আমার মাথায় এটা সবসময় থাকে যে, আমি নিজেও চারটি বিশ্বকাপ খেলেছি, এখনও পর্যন্ত একটা ম্যাচ জিততে পারিনি। অবশ্যই এবার বিশ্বকাপে আমার ব্যক্তিগতভাবে যেমন লক্ষ্য, গোটা দলেরও তেমনই লক্ষ্য যেন আমরা একটা ম্যাচ জিতে শুরু করতে পারি।’
৩ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে বাংলাদেশ। তার আগে অবশ্য দুটি আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। ২৮ সেপ্টেম্বর প্রথম প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ শ্রীলঙ্কা। এরপর ৩০ সেপ্টেম্বর পাকিস্তানের মুখোমুখি হবে টাইগ্রেসরা। বিশ্বকাপে বাংলাদেশের বাকি প্রতিপক্ষ দলগুলো হলো ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকা।