বিশ্বকাপের আর বাকি কিছুদিন। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) টাইগারদের বিশ্বকাপ দল ঘোষণা করার কথা রয়েছে। এর মধ্যে গুঞ্জন, দল ঘোষণার আগে সাকিব আল হাসান ও তামিম ইকবালের দ্বন্দ্ব ভোগাচ্ছে বিসিবিকে।
সেই দ্বন্দ্ব মেটাতে বিসিবিতে রয়েছেন টাইগারদের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠকে বসেছেন তিনি। সঙ্গে রয়েছেন নির্বাচকরাও।
জানা যায়, দুপুর ২টার দিকে বিসিবিতে প্রবেশ করেন মাশরাফি। এর কিছুক্ষণ পর বিসিবিতে আসেন নাজমুল হাসান পাপন। বিসিবিতে প্রবেশ করে মাশরাফিকে দুই নির্বাচক আব্দুর রাজ্জাক ও হাবিবুল বাশার সুমনের সঙ্গে কথা বলতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, সাকিব তামিম ইস্যুতেই হাজির হয়েছেন মাশরাফি।
Facebook Comments Box