মাদরাসার শিক্ষক-কর্মচারীদের অক্টোবর (২০২৩) মাসের এমপিওর চেক ছাড় হয়েছে। অনুদান বণ্টনকারী ব্যাংকগুলোতে চেক পাঠানো হয়েছে। আগামীকাল সোমবার এ স্মারক নম্বরসহ এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করবে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। রোববার অধিদপ্তরের কর্মকর্তারা বিষয়টি দৈনিক আমাদের বার্তাকে নিশ্চিত করেছেন।
জানতে চাইলে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের অর্থ শাখার উপপরিচালক মো. আবুল বাসার দৈনিক আমাদের বার্তাকে বলেন, মাদরাসা শিক্ষক-কর্মচারীদের অক্টোবর মাসের এমপিওর চেক ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে। কিন্তু শেষ মুহুর্তে বিজ্ঞপ্তিতে স্মারক নম্বরে ভুল পরিলক্ষিত হয়। তাই রোববার বিজ্ঞপ্তি জারি করা যায়নি। সোমবার সকালে বিজ্ঞপ্তি জারি করে বিষয়টি জানানো হবে।
Facebook Comments Box