মার্কিন বিশেষজ্ঞ দলের সঙ্গে এবি পার্টির নেতাদের বৈঠক

0
304

আমার বাংলাদেশ (এবি) পার্টির যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম বলেন, আসন্ন নির্বাচন দেশকে আরও বিভক্ত ও গভীর সংকটে নিপতিত করবে। বাংলাদেশ সফরে আসা যুক্তরাষ্ট্রের যৌথ মূল্যায়ন দলের সদস্যদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় তিনি এ কথা বলেন।

আজ মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আন্ত ও অন্তর্দলীয় সহিংসতাসহ নির্বাচনপূর্ব ও পরবর্তী সহিংসতা পর্যবেক্ষণে আসা মার্কিন যৌথ মূল্যায়ন দলের সঙ্গে এবি পার্টির নেতারা বৈঠক করেন। অংশীজন ও রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার অংশ হিসেবে এ বৈঠক করেন তাঁরা।

তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, নির্বাচন (আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন) যে একটি প্রহসনমূলক প্রক্রিয়া, এর প্রমাণ এখন সরকারদলীয় নেতা-কর্মীদের আচরণে স্পষ্ট। সরকারদলীয় ব্যক্তিদের নির্বাচনী সহিংসতায় দেশের গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতির ভয়াবহ বিপর্যয় ঘটবে।

এবি পার্টির যুগ্ম আহ্বায়ক বলেন, মার্কিন দলটি নির্বাচন পর্যবেক্ষণ নয়, তারা মূলত নির্বাচনের আগের ও পরবর্তী সময়ের সহিংসতা পর্যবেক্ষণে এসেছেন। এই দলের সদস্যরা নির্বাচনকেন্দ্রিক সরকারদলীয় ব্যক্তিদের সহিংসতা, নারী ও অন্য প্রান্তিক জনগোষ্ঠীর ওপর সহিংসতা নিয়ে জানতে চান।

তাজুল ইসলাম বলেন, এবি পার্টি কেন দলীয় সরকারের অধীনে নির্বাচন প্রত্যাখ্যান করেছে এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনকে সমাধান হিসেবে প্রস্তাব করেছে, এর যৌক্তিকতা স্পষ্ট।

মার্কিন পর্যবেক্ষক দলের সঙ্গে আজকের এই বৈঠকে এবি পার্টির যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম ছাড়া সদস্যসচিব মজিবুর রহমান, যুগ্ম সদস্যসচিব আসাদুজ্জামান ফুয়াদ ও যোবায়ের আহমদ ভূঁইয়া এবং সহকারী সদস্যসচিব ও উইমেন উইংয়ের ইনচার্জ নাসরীন সুলতানা মিলিও উপস্থিত ছিলেন।

যুক্তরাষ্ট্র থেকে আসা পাঁচ সদস্যের এই প্রতিনিধিদল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে ও এর পরে কোনো সহিংসতা হয় কি না, তা পর্যবেক্ষণ করবে। বিশেষ করে দলটি নারী ও অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর ওপর সহিংসতা এবং অনলাইনে হয়রানি ও হুমকিগুলোর বিষয়ে দৃষ্টি রাখবে।

মার্কিন যৌথ মূল্যায়ন দলের সদস্যদের মধ্যে বৈঠকে উপস্থিত ছিলেন আইআরআইয়ের এশিয়া প্যাসিফিক অঞ্চলের জ্যেষ্ঠ উপদেষ্টা জেওফ্রি ম্যাকডোনাল্ড, আইআরআই যৌথ টিমের নিরাপত্তা ও শারীরিক নির্যাতন বিশ্লেষক নেনাদ মারিনকোভিচ এবং তথ্য পরিবেশ বিশ্লেষক ইভালো পেনশেভ।

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here