গুলিস্তানের নবাবপুর রোডের চার তলা ভবনের দ্বিতীয় তলায় আল আরাফা ইসলামী ব্যাংকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের খবর পেয়ে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
রোববার (২৯ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের মিডিয়া শাখা থেকে জানানো হয়, রোববার রাত ১২টা ৫০ মিনিটের সময়ে নবাবপুর রোডের চার তলা ভবনের দ্বিতীয় তলায় আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ৫টি ইউনিট অগ্নিনির্বাপণের কাজ করে রাত ১টা ৫৫ মিনিটে আগুন নির্বাপণ করে।
ফায়ার সার্ভিস আরও জানায়, এ অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ আহত হননি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি, তদন্ত সাপেক্ষে জানানো হবে।