রোজায় বাজারের ঊর্ধ্বগতি, দুশ্চিন্তায় মানুষ

0
83

পবিত্র রমজানের আগমনী বার্তায় প্রশান্ত অনুভূতির বদলে, সংযমের মাস শুরু হচ্ছে দ্রব্যমূল্যের দুশ্চিন্তায়। রোজা আসতেই দাম বাড়ানোর প্রতিযোগিতা শুরু হয়েছে প্রায় প্রতিটি পণ্যে। নিত্যপণ্যের চড়া দামের ঘূর্ণিপাকে দুবেলার দু-মুঠো আহারই যখন চ্যালেঞ্জে, তখন সেহরি-ইফতারের পাতে আলাদা কিছু যোগ করাটা নিম্নমধ্যবিত্তের সাধ্যের বাইরে। চাল থেকে নুন, পেঁয়াজ থেকে সবজি প্রায় সবকিছুরই দাম বেড়েছে রমজান কড়া নাড়তেই।

ক্রেতারা জানান, মানুষ জিম্মি, জিনিসপত্রে দাম অনেক বেশি। ঊর্ধ্বগতির কারণে না খেয়ে থাকার উপক্রম হচ্ছে। না খেয়ে রোজা রাখতে হবে। মানুষকে নিয়ে উপহাস করা হচ্ছে। যারা ক্ষমতায় আছে, তারা চাইলে এসব নিয়ন্ত্রণ করতে পারে। তারা আরও জানান, রোজগারের বিপরীতে খরচটা কাটছাঁট করে কোনোভাবে বেঁচে আছেন।

বছরের এই একটি মাস খেজুরের স্বাদ সব রোজাদারই তো পেতে চান। কিন্তু, দূর মরুভূমের এই পণ্য ক্রেতাদের থেকে যেন আরও দূরে নিয়ে গেছে এবারের অস্বাভাবিক দাম। সাধারণের অভিমত, চেয়ারে বসে বরই খাওয়ার বিকল্প পথ না দেখিয়ে, পথে নেমে বাজার নিয়ন্ত্রণ করতে পারার বড়াইটা বরং ভালো।

Facebook Comments Box
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here