ভেনেজুয়েলায় চলমান অলিম্পিক বাছাইয়ের গ্রুপপর্বে এখনও অপরাজিত ব্রাজিল অনূর্ধ্ব-২৩ দল। ৩ ম্যাচে জয় দিয়ে চূড়ান্ত পর্বের টিকিটও কেটেছে তারা। জয়ের ধারা অব্যাহত রাখতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ভোরে স্বাগতিকদের মুখোমুখি হচ্ছে তারা।
এস্তাদিও ন্যাসিওনাল স্টেডিয়ামে ব্রাজিল ও ভেনেজুয়েলার ম্যাচটি অনুষ্ঠিত হবে ভোর ৫টায়। ব্রাজিলের জন্য যা আনুষ্ঠানিকতার ম্যাচ। কেননা এরইমধ্যে ‘এ’ গ্রুপের শীর্ষ দল হিসেবে অলিম্পিক বাছাইয়ের চূড়ান্ত পর্বের টিকিট কেটে ফেলেছে তারা। ম্যাচটি ভেনেজুয়েলার জন্য বরং বাঁচা-মরার। চূড়ান্ত পর্বের টিকিট চাইলে তাদের জিততেই হবে।
দুটি গ্রুপে অনুষ্ঠিত হচ্ছে কনমেবল প্রাক-অলিম্পিক টুর্নামেন্টের গ্রুপপর্বের খেলা। প্রত্যেকটি গ্রুপে আছে ৫টি করে দল। দুই গ্রুপ থেকে ২টি করে করে মোট ৪টি দল সুযোগ পাবে অলিম্পিক বাছাইয়ের চূড়ান্ত পর্বে। সেখান থেকে সেরা ২টি দল যাবে অলিম্পিকে।
প্রসঙ্গত, গ্রুপপর্বের প্রথম ম্যাচে বলিভিয়াকে ১-০ গোলে হারায় ব্রাজিল। ওই ম্যাচে একমাত্র গোলটি করেন রিয়াল মাদ্রিদের বিস্ময়বালক এন্দরিক ফিলিপে। কলম্বিয়ার বিপক্ষে ২-০ গোলের জয়েও গোল করেন তিনি। এরপর ইকুয়েডরের বিপক্ষে তারা জয় পায় ২-১ গোলে।
তিন ম্যাচ জিতেই অলিম্পিক বাছাইয়ের চূড়ান্ত পর্বের টিকিট পেয়েছে ব্রাজিল। চূড়ান্ত পর্বে উঠেছে আর্জেন্টিনা ও প্যারাগুয়েও। চারটি দল নিয়ে শুরু হবে এই পর্ব। এখান থেকে সেরা ২টি দল যাবে প্যারিস অলিম্পিকে।