সাজা বাতিল ও জামিন চেয়ে ড. ইউনূসের আপিল

0
215

শ্রম আইন লঙ্ঘন মামলায় চয় মাসের সাজা বাতিল ও দণ্ড থেকে খালাস চেয়ে শ্রম অ্যাপিলেট ট্রাইব্যুনালে আপিল করেছেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ চারজন। একই সঙ্গে জামিন চেয়েছেন তারা।
শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ১ জানুয়ারি ড. মুহাম্মদ ইউনূসকে ৬ মাসের সাজা দেন আদালত।

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ১ জানুয়ারি ড. মুহাম্মদ ইউনূসকে ৬ মাসের সাজা দেন আদালত।
রোববার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে সংশ্লিষ্ট আপিল ট্রাইব্যুনালে আপিল আবেদন করবেন ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের আইনজীবী ব্যারিস্টার মো. আবদুল্লা আল মামুন।

এর আগে ১ জানুয়ারি শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে করা মামলায় নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছিলেন আদালত। একই সঙ্গে তাদের পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। রায়ে গ্রামীণ টেলিকমের সব শ্রমিককে তাদের ন্যায্য পাওনা ৩০ দিনের মধ্যে দিতে বলা হয়েছে।

শ্রম আইনের ৩০৩ (ঙ) ধারায় সর্বোচ্চ ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়। অন্যদিকে, ৩০৭ ধারায় ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দেন আদালত।

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here