ইব্রাহিম খলিল শিমুল।।
“ছেলে হোক, মেয়ে হোক দুটি সন্তান-ই যথেষ্ট” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালী সুবর্ণচরে চরজব্বর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ২৪/৭ ডেলিভারি সেবা কার্যক্রম এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ আগস্ট) বিকালে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের সহযোগীতায় চরজব্বর ইউনিয়ন পরিষদের আয়োজনে চর হাসান ভূঁইয়া বাজার এলাকায় এ কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উপজেলার মোহাম্মদপুর ইউপি’র পরিবার পরিকল্পনার পরিদর্শক মোহাম্মদ আলী রিপনের সঞ্চালনায় চরজব্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ওমর ফারুক সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনার উপ-পরিচালক একেএম জহিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক ইফতেখার আহমেদ চৌধুরী, জেলা (সিসি) ও ডিস্টিক কনসালটেন্ট (FPCS-QIT) সহকারী পরিচালক ডা: কামরুল হাসান, চট্রগ্রাম বিভাগের সেভ দ্যা চিলড্রেন মা-মনি এমএনসিএস প্রকল্পেরর উপ-পরিচালক সালাহ উদ্দিন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, সামাজিক, রাজনৈতিক, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, ঈমাম, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের নারী-পুরুষ সহ সকল পেশাজীবী মানুষ।