কামাল চৌধুরী।।
সুবর্ণচরে “গ্রামীণ উন্নয়নে পর্যটন” শীর্ষক এক কর্মশালা বৃহস্পতিবার (৫ জানুয়ারী) সকালে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও সুবর্ণচর উপজেলা প্রশাসন উপজেলা পরিষদ মিলনায়তনে যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।
এতে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আবু তাহের মুহাম্মদ জাবের মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন। ঢাকা থেকে সরাসরি জুমের মাধ্যমে মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন তিনি।
সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার চৈতী সর্ববিদ্যার সভাপতিত্বে কর্মশালার মূল প্রতিপাদ্যের ওপর আলোচনায় অংশ নেন সুবর্ণচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অশোক বিক্রম চাকমা, সু্বর্ণচর উপজেলা প্রসাশনের বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান গন, সাংবাদিক, শিক্ষক, রাজনীতিবিদ, এনজিও প্রতিনিধি ও হোটেল মালিক গন।
মূল প্রতিপাদ্যে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আবু তাহের মুহাম্মদ জাবের বলেছেন, দেশের পর্যটন খাত অর্থনৈতিক সমৃদ্ধির মাধ্যম। গ্রামীণ উন্নয়নে এর ভূমিকা অনন্য। এ খাতে দেশে ৭২ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে। সাধারণ মানুষকে পর্যটনে সম্পৃক্ত করতে হবে। পর্যটন শিল্প বিকাশে সুবর্ণচর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আলোচকরা সু্বর্ণচরের প্রাকৃতিক সৌন্দর্যের অপার সম্ভাবনাময়ী স্থান মেঘনা লেক, মেঘনা উদ্যান, শিশুপার্ক প্রতিষ্ঠা ও সুবর্ণচরে নদ- নদী, মহিষের দধিসহ এ উপজেলার নানা ইতিহাস ঐতিহ্যকে ঘিরে পর্যটন শিল্প গড়ে তোলা যেতে পারে বলে অভিমত প্রকাশ করেন ।
কর্মশালায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনীতি্িদ,এনজিও প্রতিনিধি ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।