আব্দুল বারী বাবলু।।
“আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি” শ্লোগানকে সামন রেখে সুবর্ণচরে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২২ পালিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে এ দিবসটি পালিত হয়েছে।
দিবসটির কর্মসূচির অংশ হিসেবে সকালে উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সভা কক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মর্কতা এটিএম মোহিতুল ইসলাম এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার চৈতী সর্ববিদ্যা এর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কৃষি কর্মর্কতা মো.হারুন অর রশিদ, মুক্তি যোদ্ধা আবুল মোবারক, ইউপি চেয়ারম্যান, এ্যাড.আবুল বাসার, আব্দুল মান্নান ভূঁইয়া, সাইফুল্যাহ খসরু, সুবর্ণচর প্রেসক্লাব সাধারন সম্পাদক আব্দুল বারী বাবলু, হানিফ মাহমুদ,সহ ইউপি সচিব, শিক্ষক, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ্য।
বক্তারা নিরাপদ সড়ক দিবসের গুরুত্ব ও করণীয় নিয়ে আলোচনা করেন। সড়কে শৃঙ্খলা ও দূর্ঘটনা কমিয়ে আনতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার বিষয়ে সভায় অবহিত করেন।