নিজস্ব প্রতিনিধি
নোয়াখালী সুবর্ণচরে দোকানের তালা ভেঙে নগদ অর্থ ও মালামাল চুরির ঘটনা ঘটেছে। এতে সিসি টিভির ফুটেজ দেখে প্রাথমিক ভাবে চোরকে শনাক্ত করা হয়েছে বলে জানা যায়।
বৃহস্পতিবার (৭ জুলাই) দিবাগত রাত সিসি টিভির ফুটেজ অনুযায়ী ১ টা ৪৫ মিনিটে চরবাটা খাসের বাজারের ব্যবসায়ী হাজী মো. মহিউদ্দিন চৌধুরী হার্ডওয়ার দোকানে এমন ঘটনা ঘটে।
সিসি টিভির ফটেজ সূত্রে জানা যায়, সে রাত ১ টা ৪৫ মিনিটে দোকানের চাটারের তালা ভেঙে দোকানে প্রবেশ করে। পরে সে সিসি টিভির ক্যামেরা দেখতে পাই। পরে সে ওই সিসি টিভির ক্যামেরা খুলে হাতে নেয়।
দোকানদার হাজী মো. মহিউদ্দিন চৌধুর জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ৪৫ মিনিটের সময় আমার দোকানের চাটারের তালা ভেঙে ক্যাশবাক্সের তালা খুলে নগদ প্রায় ২ লক্ষ ৫০ হাজার টাকা এবং বেশ কিছু মালামাল নিয়ে গেছে। আমি এটির উপযুক্ত বিচার দাবী করছি।
বাজারের সাধারণ সম্পাদক সাখাওয়াত উল্যাহ (শিবলু) বলেন, এ বিষয়ে আমার কাছে খবর এসেছে, সিসি টিভির ফটেজ দেখে ভালো করে চিহ্নিত করে অপরাধীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিবেন বলে জানান তিনি।