সুবর্ণচরে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চোর চক্রের দুইজন গ্রেফতার

0
153

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনায় চোর চক্রের দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

চোর চক্রের দেয়া তথ্যানুযায়ী আসামী শাহাদাত হোসেন এর বাড়ীর পুকুরের পূর্ব পার্শ্বের জঙ্গলের ভিতর চোরাইকৃত দুইটি ১০ কেভি ট্রান্সফরমার এর লোহার তৈরি খোলস উদ্ধার করা হয়।

চুরির অভিযোগে গ্রেফতারকৃতরা হলেন- নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চরআলাউদ্দিন ৪ নং ওয়ার্ডের মৃত আসাদুল হকে মেম্বারের ছেলে মোঃ শাহাদত হোসেন (২৩) ও মৃত নুর আমিন মাঝির ছেলে মো. রাশেদ।

নোয়াখালীর পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম এর দিক নির্দেশনায় সহকারী পুলিশ সুপার হাতিয়া সার্কেল এর তত্ত্বাবধানে ও চরজব্বর থানার অফিসার ইনচার্জ এর সার্বিক সহযোগিতায় এসআই শফিকুর ইসলাম রাজা তার ফোর্সসহ বৃহস্পতিবার(৭ সেপ্টেম্বর) রাত আড়াইটার সময় মোহাম্মদপুর ইউনিয়নের চরলক্ষী এলাকায় অভিযান পরিচালনা করেন।

এসময় জনৈক মোঃ আব্দুল মাবুদ এর বাড়ীর সামনে সরকারী রাস্তার উপর হতে ট্রন্সফরমার চুরি করতে গেলে এলাকার লোকজন টের পেয়ে আসামীদেরকে ধাওয়া করলে তারা ঘটনাস্থল হতে দৌড়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন দুইজন আসামীকে চিনতে পারে।

পরবর্তীতে স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহি উদ্দিন চৌধুরী, ইউপি সদস্য ও গ্রাম পুলিশ সহ এলাকার অন্যান্য লোকজন মিলে চোর সদস্য মোঃ শাহাদত হোসেন ও মোঃ রাশেদকে আটক করে মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদে আটকে রাখে। চরজব্বার থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থালে উপস্থিত হয়ে আসামীদেরকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, তাদের সহযোগী মোঃ সেলিম (৩৫), জসিম উদ্দিন (২৮), রবিউল হোসেন কচি (৩২), সাঈদী সাব (২০) ও কামরুল ইসলাম (২৪) সহ অজ্ঞাত নামা ৫-৬ জন মিলে পরিকল্পিতভাবে পরস্পর যোগসাজোসে পল্লীবিদ্যুতের ০৯ টি ট্রান্সফরমার এর কয়েল ও ট্রান্সফরমার চুরি করে।

মোহাম্মদপুর ইউনিয়নের আক্তার মিয়ার হাট পল্লী বিদ্যুৎ অফিসের শাখা ইনচার্জ রেজাউল করিম তিতাস বলেন, গত দুই মাস ধরে মোহাম্মদপুরে ব্যাপক হারে ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। যার কারণে অনেক পরিবার বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত হয়েছে।

মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহি উদ্দিন চৌধুরী বলেন, আমি এবং আমার পরিষদের সদস্যরা বিষয়টি জানার পর তৎক্ষনাৎ অভিযান পরিচালনা করি এবং ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করি। যাদের মধ্যে অভিযুক্ত দুই জন ট্রান্সফরমার চুরির ঘটনার সাথে জড়িত বলে শিকার করেছে।

পল্লী বিদ্যুৎ সুবর্ণচর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আফজাল হোসেন জানান, গত কয়েকমাসে মোহাম্মদপুর ইউনিয়নে পল্লী বিদ্যুতের প্রায় ৯-১০টি ট্রান্সফরমার চুরি হয়েছে। যা আর্থিক মূল্যে সাড়ে চার লাখ টাকার বেশি।

চরজব্বার থানার অফিসার ইনচার্জ দেবপ্রিয় দাশ শুক্রবার বিকেলে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রান্সফরমার চুরির ঘটনায় চরজব্বর থানায় একটি মামলা হয়েছে। চিহ্নিত আসামীদেরকে গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here