নোয়াখালীর সুবর্ণচরে চরজব্বর থানা পুলিশের বিশেষ অভিযানে ৪ আসামিকে আটক করেছে পুলিশ। জানা গেছে, আসামিদের ৩জন পরোয়ানা ভুক্ত এবং একজন নিয়মিত মামলার আসামি। গতকাল (২৭ জুন) রাতের বিভিন্ন সময়ে তাদের আটক করা হয়েছে।
আটককৃতরা হচ্ছেন, সিআর-৯৯/২২ মামলার আসামি সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের উড়ির চর এলাকার মো. আব্দুল মোতালেবের ছেলে রিয়াজ উদ্দিন, মৃত ইয়াছিন মিয়ার ছেলে আব্দুল কাদের মোল্লা ও আব্দুল কাদের মোল্লার ছেলে শরীফ উদ্দিন এবং অন্য একটি মামলার আসামি জেলার কবির হাট উপজেলার ঘোষবাগ এলাকার পৌরসভার ৮নং ওয়ার্ডে সাহাব উদ্দিন (স্বর্ণকার) এর ছেলে মো. মাইন উদ্দিন সবুজ।
আটককৃতদের মঙ্গলবার সকালে আদালদে সোপর্দ করার কথা জানিয়েছেন চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাস।
Facebook Comments Box