সুবর্ণবার্তা প্রতিবেদক।।
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নে ক্ষেতে ধানের চারা রোপণ করার সময় বজ্রপাতে মো. নজরুল ইসলাম (২৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় তার সঙ্গে কর্মরত হারুন, মাসুদ ও ইসমাইল নামের আরও তিন কৃষক আহত হয়েছেন।
সোমবার (১৫ আগস্ট) সকাল ১০টার দিকে পশ্চিম চরবাটা গ্রামের শিবচরন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম ওই এলাকার আবদুল মালেকের ছেলে।
সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রুবেল রায় হতাহতের তথ্যটি নিশ্চিত করে বলেন, আহত দুজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। একজনকে (হারুন) নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশ্ববর্তী একটি ক্ষেতে ধানের চারা রোপণ করছিলেন ৪ কৃষক। কিছুক্ষণ পর বৃষ্টি শুরু হয়। বৃষ্টির মধ্যে তারা নিজেদের কাজ চালিয়ে যান। সকাল ১০টার দিকে হঠাৎ ধান ক্ষেতে বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলে মারা যান নজরুল ইসলাম, আহত হন তার সঙ্গে থাকা হারুন, মাসুদ ও ইসমাইল।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবপ্রিয় দাশ বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। কৃষক নজরুল ইসলামের মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।