সুবর্ণবার্তা প্রতিবেদক।।
সুবর্ণচরে ৬৮ বছরের বৃদ্ধের পায়ুপথে টর্চ লাইট ঢুকিয়ে অমানবিক নির্যাতনের ঘটনায় মামলার মুল আসামী আবুল হোসেন সাহনাজ(৪৬)কে গ্রেফতার করেছে নোয়াখালী জেলা পুলিশ। অপর পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, শনিবার (২জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সুবর্ণচরের চর ওয়াপদা ইউনিয়নের থানারহাটসংলগ্ন আমানতগঞ্জে শেখ নাসির উদ্দিন মাইজভান্ডারী(৬৮) নামে এক বৃদ্ধের পায়ুপথে টর্চ ঢুকিয়ে নির্যাতন করা হয়েছে। উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহনেওয়াজের নেতৃত্বে সন্ত্রাসীরা এমন পাশবিক নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগীর পরিবার।
বৃদ্ধ নাসির উদ্দিন চরওয়াপদা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং ওই ওয়ার্ডের ইউপি মেম্বার মো. রিপনের বাবা।
রোববার (৩ জুলাই) ভোরে আহত নাসির উদ্দিনকে স্বজনরা উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে দেড়ঘণ্টা অস্ত্রোপচার করে টর্চলাইট বের করা হয়।