সুবর্ণচরে শেখ রাসেলের জন্মবার্ষিকী পালিত

0
422

আরিফুর রহমান।।

শেখ রাসেল নির্মলতার প্রতীক দুরন্ত প্রাণবন্ত নির্ভীক” এ স্লোগানকে সামনে রেখে “নানা কর্মসূচির মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্টপুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মবার্ষিকী ও ১৮ অক্টোবর “শেখ রাসেল দিবস-২০২২” সুবর্ণচরে পালিত হয়েছে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) দিবসটি উপলক্ষে সকাল সাড়ে নয়টায় উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে শেখ রাসেলের প্রতিকৃতিতে পু্ষ্ককস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, চরজব্বার থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,সহ বিভিন্ন সংগঠন।

পুষ্ককস্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র‍্যালীটি উপজেলা হলরুমে আলোচনা সভায় এসে মিলিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার চৈতী সর্ববিদ্যা এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন বাহার চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) অশোক বিক্রম চাকমা, মহিলা বিষয়ক কর্মর্কতা মোহিতুল ইসলাম,বন কর্মর্কতা মোশারফ হোসেন, চরজব্বার থানার ওসি(তদন্ত) জয়নাল আবেদীন, সৈকত সরকারি কলেজ সহকারী অধ্যাপক মো.মীজানুর রহমান সহ ইউপি চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মর্কতা, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী, শুভাকাঙ্ক্ষী প্রমূখ।

আলোচনা শেষে দিবসটি উপলক্ষে শ্রেষ্ঠ ল্যাব, চিত্রাংকন, উপস্থিত বক্তৃতা, কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here