সুবর্ণবার্তা প্রতিবেদক।।
সুবর্ণচরে হারিছ চৌধুরী বাজার-পরিষ্কার বাজার সড়কে মোটরসাইকেল ও পিকআপ সংঘর্ষে মো:আলা উদ্দিন(২৫) নামে এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছে।অপর মোটরসাইকেল আরোহী সাদ্দাম হোসেন (২৭) গুরুতর আহত হয়েছে।
শনিবার (১৩ আগাস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার চরজুবিলী ইউনিয়নে হারিছ চৌধুরী বাজার সংলগ্ন পালোয়ান বাড়ির সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আলা উদ্দিন উপজেলার চরজুবিলী ইউনিয়নের ৪নংওয়ার্ডের মধ্যব্যাগ্যা গ্রামের জামাল উদ্দিন এর ছেলে। আহত সাদ্দাম হোসেন একই গ্রামের বাসিন্দা।
এঘটনায় চরজব্বার থানার অফিসার ইনচার্জ দেব প্রিয় দাশ জানান, পিকআপ ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে ও একজন আহত হয়েছে। পিকআপ ও মোটরসাইকেলটি থানায় নিয়ে আসা হয়েছে। তবে পুলিশ পৌঁছার আগেই পিকআপ চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। অভিযোগ পেলে এঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।