সুবর্ণচরে সামাজিক সম্প্রীতি কমিটির সমাবেশ অনুষ্ঠিত

0
502

সুবর্ণবার্তার  প্রতিবেদক।।

নোয়াখালী সুবর্ণচরে উপজেলা প্রশাসনের আয়োজনে সামাজিক সম্প্রীতি কমিটির এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অশোক বিক্রম চাকমা এর সঞ্চালনায় নির্বাহী অফিসার চৈতী সর্ববিদ্যার সভাপতিত্ব এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ফরহাদ হোসেন বাহার চৌধুরী, সৈকত সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোনায়েম খান, জেলা আওয়ামী লীগের সদস্য ডা. আবদুর রব, চরজব্বর থানার (ওসি) তদন্ত জয়নাল আবেদিন।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন উপজেলার প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, মুক্তিযোদ্ধাবৃন্দ, ইউপি সদস্যগণ, ঈমাম, স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক প্রতিনিধিগণ, উপজেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিড়িয়ার সাংবাদিকবৃন্দ, সামাজিক, রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অন্যান্যরাসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here