সু্ইডেনকে হারিয়ে ফাইনালে সেই ‘নার্ভাস’ স্পেন

0
545

প্রতিপক্ষ সুইডেন, তাই একটু ‘নার্ভাস’ ছিল স্পেন। তবে সুইডেন নয়, আজ অকল্যান্ডের ইডেন পার্কে মহানাটকীয় সেমিফাইনাল জিতে প্রথমবারের মতো ফাইনালে উঠেছে অ্যালেক্সিয়া পুতেয়াসের স্পেন।

মাত্রই তৃতীয় বিশ্বকাপ খেলা স্পেন ২-১ গোলে হারিয়েছে পাঁচবার সেমিফাইনাল খেলা সুইডেনকে। ৮১ থেকে ৮৯, এই ৮ মিনিটেই হয়েছে সবগুলো গোল। ৮১ মিনিটের সালমা পারাউয়েলোর গোল এগিয়ে দেয় স্পেন। ৭ মিনিট পর রেবেকা ব্লমকভিস্টের গোলে সমতা আনে সুইডেন। ম্যাচ তাহলে টাইব্রেকারেই গড়াচ্ছে, এমনটা যারা ভাবা শুরু করেছিলেন তাঁদের একদমই সময় না দিয়ে মিনিট না যেতেই অধিনায়ক ওলগা কারমোনার দুর্দান্ত এক গোল আবারও এগিয়ে দেয় স্পেনকে। এরপর যোগ করা ৭ মিনিটে আর গোল শোধ করতে পারেনি সুইডেন।

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here