সৌদিতে এক সপ্তাহে ১৯ হাজার অভিবাসী গ্রেফতার

0
215

সৌদি আরবে গেল দুই দিনে বৈধ কাগজপত্র বিহীন শতাধিক বাংলাদেশিকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এক বিবৃতিতে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, চলতি মাসে মাত্র এক সপ্তাহে শ্রম আইন ও সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনের অপরাধে প্রায় ১৯ হাজার মানুষকে গ্রেফতার করা হয়েছে।

অবৈধদের ধরতে আবারও অভিযান শুরু করেছে সৌদি প্রশাসন। দেশটির বিভিন্ন অঞ্চল থেকে শ্রম আইন লঙ্ঘনসহ বিভিন্ন অপরাধে প্রায় ১৯ হাজার জনকে গ্রেফতার করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ডিসেম্বরের ৭ থেকে ১৩ তারিখে দেশজুড়ে নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে ১১ হাজার ৬৬৪ জনকে আবাসিক নিয়ম ভঙ্গের অপরাধে আটক করা হয়েছে। এছাড়া ৪ হাজার ৩০১ জনকে সীমান্তের নিরাপত্তা বিধি লঙ্ঘন এবং ২ হাজার ৪৬৩ জনকে শ্রম আইন লঙ্ঘনের অপরাধে গ্রেফতার করা হয়েছে। আটকৃতদের মধ্যে ৩৬ শতাংশ ইয়েমেনি, ৬২ শতাংশ ইথিওপিয়ান এবং ২ শতাংশ বিভিন্ন দেশের নাগরিক।

এদিকে, রিয়াদ এবং এর আশপাশের এলাকায় গেল দুই দিনে অভিযান চালিয়ে অবৈধভাবে অবস্থানের অভিযোগে শতাধিক বাংলাদেশিকে আটক করা হয়। এদের মধ্যে কয়েকজন বৈধ কাগজপত্র দেখানোর পর ছাড়া পেয়েছেন।

এক সতর্কবার্তায় সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে যে কোন ধরনের বেআইনি কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যহত থাকবে। দেশটিতে অনুপ্রবেশকারীদের কোনো ধরনের সহায়তা বা পরিষেবা প্রদান করলে ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড সহ কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। এছাড়া ১০ লাখ সৌদি রিয়াল জরিমানাসহ সম্পদ বাজেয়াপ্ত করা হবে।

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here