বিশ্বকাপ স্কোয়াডে থাকলেও নিজেদের প্রথম ম্যাচে চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা হয়নি ভারতীয় ওপেনার শুভমান গিলের। এবার পরের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষেও তার খেলা নিয়ে শঙ্কা জেগেছে।
যা ভারতের জন্য বড় দুঃসংবাদ হয়ে দাঁড়িয়েছে। কেননা, অজিদের সঙ্গে ভারতকে ভুগিয়েছে ওপেনিং। এই পজিশনে শুভমান গিলের অনুপস্থিতি হাড়ে হাড়ে টের পেয়েছে আসরের অন্যতম ফেবারিটরা। মাত্র ২ রানের মধ্যেই হারিয়েছিল টপ-অর্ডারের ৩ উইকেট।
এবার এই ওপেনারকে রেখেই দিল্লি গেছেন বিরাট কোহলিরা। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, ডেঙ্গু আক্রান্ত গিলকে চেন্নাইয়ের এক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, ডেঙ্গু আক্রান্ত গিলের প্লাটিলেট কমে যাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। যদিও এই বিষয়ে এখনও কিছুই জানায়নি বিসিসিআই। তবে বিষয়টি তদারকি করছেন চিকিৎসক রিজওয়ান খান।
এদিকে আগামী ১৪ অক্টোবর পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। এই ম্যাচেও গিলের খেলা নিয়ে শঙ্কা জেগেছে।
এর আগে, গিলের শারীরিক অবস্থার বিষয়ে জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ। তার ভাষ্য, সোমবার (৯ অক্টোবর) দলের সঙ্গে দিল্লি যায়নি শুভমান। বিশ্বকাপের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পারেনি সে। বুধবার আফগানিস্তানের বিপক্ষেও খেলতে পারবে না। ও চেন্নাইয়েই রয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের মেডিকেল টিম ওর (শুভমান) ওপর নজর রেখেছে।
ওয়ানডে বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে ডেঙ্গু পজিটিভ হন শুভমান। যে কারণে অজিদের বিপক্ষে তার খেলা নিয়ে শঙ্কা জেগেছিল। সে সময় বিসিসিআইয়ের এক কর্মকর্তা জানিয়েছিলেন, শুভমানের যা অবস্থা, তাতে বিশ্বকাপের প্রথম দুটি ম্যাচে তার খেলার সম্ভাবনা প্রায় নেই।