৩৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি করবে টিসিবি

0
146

ঢাকায় টিসিবির পরিবার কার্ডধারীদের মধ্যে ৩৫ টাকা কেজি দরে এ পণ্যটি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার। একজন ভোক্তা সর্বোচ্চ দুই কেজি করে পেঁয়াজ কিনতে পারবেন।

সোমবার (৯ অক্টোবর) থেকে এ কার্যক্রম শুরু হবে। রোববার (৮ অক্টোবর) টিসিবি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল সোমবার থেকে পর্যায়ক্রমে ঢাকা মহানগরীর কার্ডধারী ভোক্তার কাছে পেঁয়াজ বিক্রি হবে। প্রতি কেজির মূল্য ধরা হয়েছে ৩৫ টাকা।

তবে এই পেঁয়াজ দেশে আসার পর সরবরাহ করা হবে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।

উল্লেখ্য, গেল কিছুদিন ধরেই বাড়তি পেঁয়াজের দাম। এক সপ্তাহের ব্যবধানে দেশি পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। অনেক বাজারে এক কেজি পেঁয়াজ ১০০ টাকা দিয়ে কিনতে হচ্ছে। আমদানি করা পেঁয়াজও ৭০ টাকার নিচে মিলছে না।

Facebook Comments Box
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here