গত ২৪ ঘন্টায় নোয়াখালী জেলা পুলিশের অভিযানে বিভিন্ন থানায় গ্রেফতার ২৮ জন

0
311

Source : POLICE MEDIA CELL NOAKHALI [11-07-23]

গত ২৪ ঘন্টায় নোয়াখালী জেলা পুলিশের অভিযান ও আসামী গ্রেফতার

সুধারাম মডেল থানা:
সুধারাম মডেল থানা পুলিশের একদিনের অভিযানে সিআর পরোয়ানা মূলে ০১ জন, নিয়মিত মামলায় ০১ জন, সর্বমোট ০২ জন আসামী গ্রেফতার

কোম্পানীগঞ্জ থানা

কোম্পানীগঞ্জ থানা পুলিশের একদিনের অভিযানে সিআর গ্রেফতারী পরোয়ানা মূলে-০১ জন আসামী গ্রেফতার এবং ০২টি সিআর ওয়ারেন্ট রিকল মূলে নিষ্পত্তি করা হয়।

চরজব্বর থানা:
চরজব্বর থানার পুলিশ, জি আর-০১ জন আসামী গ্রেফতার, সি আর রিকল মূলে ০৪ টি পরোয়ানা নিষ্পত্তি করা হয়।

সেনবাগ থানা:

সেনবাগ থানা: , তাং-১০/০৭/২৩ খ্রিঃ
সেনবাগ থানা পুলিশ কর্তৃক অভিযান পরিচালনা করিয়া জিআর পরোয়ানা মূলে ০১ জন আসামী গ্রেফতার

সোনাইমুড়ী থানা:
সোনাইমুড়ী থানা: , তাং-১০/০৭/২৩ খ্রিঃ
সোনাইমুড়ী থানা পুলিশ কর্তৃক অভিযান পরিচালনা করিয়া সিআর সাজা পরোয়ানা মূলে ০১ জন এবং জিআর পরোয়ানা মূলে ০২ জন সহ মোট ০৩ জন আসামী গ্রেফতার।

চাটখিল থানা:
চাটখিল থানা পুলিশ কর্তৃক ৩০ (ত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার সহ পরোয়নামূলে ০২ জন আসামী সর্ব মোট- ০৩ জন আসামী গ্রেফতার।

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here