এশিয়া কাপের স্কোয়াড ঘোষণার দিন জানালো বিসিবি

0
285

বড় কোনো টুর্নামেন্ট আসলেই তার স্কোয়াড ঘোষণা নিয়ে লুকোচুরি শুরু হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। কখনো রাত দেড়টায় স্কোয়াড ঘোষণা করে বোর্ড, কখনো-বা নীরবে নিভৃতে লোকচক্ষুর অন্তরালে গোপন সভায় বসে।

প্রতিবারের মতো এবারও জল কম ঘোলা করছে না দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। গত ২২ জুলাই স্কোয়াড ঘোষণার দিন চূড়ান্ত করে সেটিতে বদ্ধপরিকর থাকতে পারেনি বোর্ড। সে সময় দিনক্ষণ জানানো না হলেও জানানো হয়েছিল ৩১ জুলাই কন্ডিশনিং ক্যাম্প শুরুর আগেই জানানো হবে এশিয়া কাপের স্কোয়াড।

ক্যাম্প শুরুর চার দিন আগে বোর্ডের পক্ষ থেকে দেওয়া হলো স্কোয়াড ঘোষণার নতুন দিন। সবকিছু ঠিক থাকলে আগামী ২৯ জুলাই এশিয়া কাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে বিসিবি।

বৃহস্পতিবার (২৭ জুলাই) বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান মোহাম্মদ জালাল ইউনূস। একইসঙ্গে স্কোয়াডে কয়জন থাকবেন সেটিও স্পষ্ট করে জানিয়ে দেন বোর্ডের এই পরিচালক।

জালাল বলেন, ‘আমরা ২৯ তারিখে এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করব। প্রাথমিক অবস্থায় ৩০ জনকে আমরা ডাকবো। সেখান থেকে ফিটনেস ও মেডিক্যালের পর ২০ জনকে রাখব।’

মূলত তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদের বিভিন্ন ইস্যুতেই দল ঘোষণায় বিলম্ব হচ্ছে বলে আরটিভিকে নিশ্চিত করেছেন বোর্ডের একটি সূত্র। তামিমের দলে থাকা আর রিয়াদের ফেরা নিয়ে বেশ দোটানায় রয়েছে বোর্ড। আর সে কারণেই এখনও চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারছে না টিম ম্যানেজমেন্ট।

বৃহস্পতিবার (২৭ জুলাই) লন্ডনে দ্বিতীয় দফায় চিকিৎসক দেখাবেন তামিম। মূলত সেখানকার চিকিৎসকের কাছ থেকে আপডেট পেয়েই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বোর্ড, ধারণা করা হচ্ছে এমনটাই।

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here