সুবর্ণচর থেকে কক্সবাজার যাওয়ার পথে চলন্ত মাইক্রোবাসে আগুন

রক্ষা পেলো ১৫ মাদ্রাসা ছাত্রের প্রাণ

0
385

সুবর্ণবার্তা প্রতিবেদক।।

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা থেকে কক্সবাজার যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে চলন্ত মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রক্ষা পেয়েছে সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইসমাইলিয়া ফাযিল মাদ্রাসার ১৫ জন ছাত্রের প্রাণ।

এ ঘটনায় শুধু আশরাফ উদ্দিন নামে এক যাত্রী সামান্য আহত হয়েছে। এছাড়া সবাই অক্ষত আছে। সবাই দুর্ঘটনাস্থলে রাত্রীযাপন করে সকালে তাদের এলাকায় চলে যায়। পরে কুমিরা হাইওয়ে পুলিশে খবর দিলে তারা ক্ষতিগ্রস্ত গাড়ি তাদের হেফাজতে নিয়ে গেছে।

বুধবার (১৩ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে কমলদহ ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পাশে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশন অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক মো. কোহিনুর জানান, বুধবার রাতে পেট্রোল ডিউটি করার সময় খবর আসে কমলদহ এলাকায় একটি গাড়িতে আগুন জ্বলছে।

দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তারা ঘটনাস্থলে আসার আগেই গাড়ির ৮০ শতাংশ পুড়ে যায়। তিনি আরো বলেন, নোয়াখালীর সুবর্ণচরের চরজব্বর থানা এলাকা থেকে ১৫ জন ছাত্র মাইক্রোবাসে কক্সবাজারে বেড়াতে যাচ্ছিলো। ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের উত্তর পাশে একটি ট্রাক দাঁড়ানোর কারণে ব্রেক করলে মাইক্রোটি উল্টে যায় এবং তাতে আগুন ধরে যায়।

কুমিরা হাইওয়ে পুলিশক্ষতিগ্রস্ত মাইক্রোটি তাদের হেফাজতে নিয়ে যায়। মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশন অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ইমাম উদ্দিন বলন রাত সাড়ে ১২টার দিকে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। তবে যাওয়ার আগে গাড়ির বেশিরভাই অংশ পুড়ে গেছে। তিনি আরো বলেন, ধারণা করা হচ্ছে গাড়ি হঠাৎ ব্রেক করার কারণে শটসার্কিট হয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।

Facebook Comments Box
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here