শিক্ষককে পিটিয়ে হত্যার প্রতিবাদে সুবর্ণচরে প্রতিবাদ সভা

0
733
  1. সুবর্ণবার্তা প্রতিবেদক।।
ঢাকার সাভারে দশম শ্রেণির এক ছাত্রের বিরুদ্ধে শিক্ষককে পিটিয়ে হত্যার প্রতিবাদে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে অধ্যক্ষ মোহাম্মদ ছালেহ উদ্দিন এর সভাপতিত্বে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
ছাত্রের স্ট্যাম্পের আঘাতে নিহত শিক্ষক উৎপল কুমার সরকার।
গত শনিবার দুপুরে নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে মারধরের শিকার হন শিক্ষক উৎপল কুমার সরকার। সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তাঁর মৃত্যু হয়।
নিহত উৎপল কুমার সাভারের আশুলিয়ার হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক ছিলেন। তিনি কলেজের শৃঙ্খলা কমিটির সভাপতিও ছিলেন। তাঁর বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার এলংজানি গ্রামে।
বৃহস্পতিবার (৩০জুন) বেলা ১২টায় পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে প্রতিবাদ সভায় শিক্ষক হত্যাকারীর কঠিন বিচার দাবী করেন এবং ভবিষ্যতে যেনো এ ধরনের নেক্কারজনক ঘটনা না ঘটে সে দিকে লক্ষ রাখার জন্য কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান শিক্ষক বৃন্দ।
এসময় উক্ত প্রতিবাদ সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, প্রভাষক মোস্তফা মিঞা, আফরোজ বানু, আব্দুস সাকাম, শিক্ষক জাহাঙ্গীর আলম, আনিছুর রহমান, মো. ফখরুল ইসলাম, মানিক চন্দ্র দাস, দেলোয়ার হোসেন, ফিরোজ আলম, রাকিবুর হাসান, শ্যামল চন্দ্র দাস, আবুল কালাম আজাদ, মো. নজরুল ইসলাম, ইমরান হোসেন, জাফর উল্যাহ ও আরিফুর রহমান।
Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here