২ বছরের মধ্যে সয়াবিনের দাম সর্বনিম্ন

0
322

আন্তর্জাতিক বাজারে সয়াবিনের দাম কমছেই। মঙ্গলবার (১০ অক্টোবর) শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) আরেক দফা কমেছে তেলবীজটির দর। এতে ২ বছরের মধ্যে সর্বনিম্নে নেমে গেছে পণ্যটির মূল্য। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী বাণিজ্যিক সংবাদমাধ্যম নাসডাকের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়, বিশ্বের অন্যতম শীর্ষ উৎপাদক যুক্তরাষ্ট্রে সয়াবিনের মাড়াই বেড়েছে। আরেক বৃহৎ সরবরাহকারী ব্রাজিলে বাম্পার ফলন হয়েছে। ফলে রপ্তানি প্রতিযোগিতার মধ্যে পড়েছে দুই দেশ। এছাড়া মার্কিন মুদ্রা ডলারের মান বৃদ্ধি পেয়েছে। ফলে তেলবীজটির বাজার চাপে পড়েছে।

আলোচ্য কার্যদিবসে সিবিওটিতে সবচেয়ে সক্রিয় সয়াবিনের সরবরাহ মূল্য হ্রাস পেয়েছে শূন্য দশমিক ৩ শতাংশ। প্রতি বুশেলের দাম স্থির হয়েছে ১২ ডলার ৬১ সেন্টে। কর্মদিবসের শুরুতে যা ছিল ১২ ডলার ৫৪ সেন্ট। ২০২১ সালের ডিসেম্বরের পর যা সবচেয়ে কম।

ব্রাজিলিয়ান কৃষি পণ্য সংস্থা কোনাব জানিয়েছে, দেশটিতে ২০২৩/২৪ মৌসুমে সয়াবিন উৎপাদনের নতুন রেকর্ডের পূর্বাভাস দেয়া হয়েছে।

বিশ্ববাজারে অন্যান্য ভোজ্যতেলের দামও নিম্নমুখী হয়েছে। মালয়েশিয়ার পাম অয়েলের মূল্য ৩ মাসের মধ্যে সর্বনিম্নে নেমে গেছে। সূর্যমুখী তেলও দর হারিয়েছে। ফলে সয়াবিনের দরপতন ঘটেছে।

এর আগে মিনিয়াপোলিসের নর্থস্টার কম্মোডিটির ব্যবস্থাপনা পরিচালক জেসন ওয়ার্ড জানিয়েছিলেন, চলতি সপ্তাহের শেষদিকে ব্যাপক সয়াবিন মাড়াই হতে পারে। সেই প্রত্যাশায় সাবান, শ্যাম্পু, গ্লিসারিন, ভোজ্যতেল ও লুব্রিকেন্টস জাতীয় পণ্য তৈরির মূল উপকরণের দাম কমেছে।

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here