সুবর্ণচরে ফ্রি রক্তের গ্রুপ ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

0
804

সুবর্ণবার্তা প্রতিবেদক।।

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার সুবর্ণ ব্লাড ব্যাংক ও আলোর দিশারি পাবলিক পাঠাগারের যৌথ উদ্যোগে ৭নং পূর্ব চরবাটা ইউনিয়নের কাজীর দোকানে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(১৫ জুলাই) উপজেলার সুবর্ণ ব্লাড ব্যাংক ও আলোর দিশারি পাবলিক পাঠাগারের যৌথ উদ্যোগে এ ক্যাম্পের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সুবর্ণ ব্লাড ব্যাংকের সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ও আলোর দিশারি পাবলিক পাঠাগারের প্রতিষ্ঠাতা সলিম উল্যাহ সহ এলাকার অন্যান্যরা।

অনুষ্ঠানে মেডিসিন, ডায়াবেটিস, মা ও শিশু, এলার্জি বিশেষজ্ঞ ডাক্তার হাসিবুর রহমান (অনিক) শিশু ও তাদের অভিভাবকদের বিনামূল্যে ব্যবস্থাপত্র দেন। একই সঙ্গে দুই শতাধিক ব্যক্তির বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here