বসন্তেও কুয়াশায় ঢাকা পঞ্চগড়!

0
325

শীতের শেষে প্রকৃতিতে এখন বসন্তের আমেজ চলছে। কয়েকদিন ধরে উত্তরের শীত প্রধান জেলা পঞ্চগড়ে তাপমাত্রা কিছুটা বৃদ্ধিও পেয়েছিল। এতে কমেছে কুয়াশার পাশাপাশি শীতের অনুভূতি। তবে শনিবার আবারও কুয়াশায় ঢাকা পড়তে দেখা গেছে জেলার চারপাশ। উত্তরের হিমেল বাতাসের সঙ্গে হালকা শীত অনুভূত হওয়ায় ভিন্নতা দেখা গেছে জেলা জুড়ে।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এদিকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা পড়তে দেখা গেছে চারপাশ।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ্ এ তথ্য নিশ্চিত করেছেন।

শহরের ডোকরোপাড়া এলাকার ইব্রাহীম সময় সংবাদকে বলেন, ‘শীত শেষে তাপমাত্রা বৃদ্ধি পেলেও আজ হঠাৎ করে আবারও বেড়েছে শীতের অনুভূতি। সকালে ঘন কুয়াশা ছিল চারপাশে।’

একই কথা বলেন রিকশা চালক জমির উদ্দিন। তিনি বলেন, ‘মনে হচ্ছে আবারও শীত নেমেছে।’

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ্ সময় সংবাদকে বলেন, ‘হঠাৎ করেই শনিবার সকাল থেকে কুয়াশায় ঢাকা পড়েছে জেলার চারপাশ। মূলত এ জেলা হিমালয়ের কাছে হওয়ায় বাতাসের সঙ্গে ভারত থেকে ও পাহাড়ি এলাকা থেকে কুয়াশা এ জেলার ওপর চলে আসছে। সঙ্গে বাতাসের গতিবেগ থাকছে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার পর্যন্ত। তবে ফেব্রুয়ারি মাসজুড়ে মাঝেমধ্যে কুয়াশা পড়ার আশঙ্কা রয়েছে।’

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here