ভুল চিকিৎসার চেয়ে চিকিৎসা না হওয়া ভালো: স্বাস্থ্যমন্ত্রী

0
220

সুন্নতে খতনা করতে গিয়ে দুই শিশুর মৃত্যুর ঘটনায় দেশজুড়ে চলছে আলোচনা-সমালোচনা। এ অবস্থায় ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর দায় মন্ত্রণালয় ও সংশ্লিষ্টরা এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে এক বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী এ মন্তব্য করেন।

সামন্ত লাল বলেন, ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর দায় আমরা এড়াতে পারি না। ভুল চিকিৎসার চেয়ে চিকিৎসা না হওয়া ভালো।

এ সময় বিভিন্ন অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিকের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে জানিয়ে তিনি বলেন, অভিযান চলমান থাকবে। এ ধরনের অভিযানে চিকিৎসা কিছুটা ব্যাহত হবে। তবে অবৈধভাবে কোনো প্রতিষ্ঠান পরিচালিত হতে পারবে না।

এদিকে দেশের পুরো স্বাস্থ্য খাতই যেন ভেজালের কারখানা। সুন্নতে খতনা করাতে গিয়ে শিশু আয়ান ও আহনাফ তাহমিনের মৃত্যুর পর আলোচনায় আসে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের সেবার কথা। লাইসেন্সতো দূরের কথা হাসপাতাল ও ল্যাব পরিচালনার জন্য অধিদফতরে আবেদন না করেই মাসের পর মাস চলছে এসব প্রতিষ্ঠান।

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here