ইব্রাহিম খলিল শিমুলঃ
আজ ৫ আগস্ট বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩তম জন্ম বার্ষিকী উপলক্ষে নোয়াখালী সুবর্ণচরে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজসেবা অফিসার মো. নূর নবী এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার চৈতী সর্ববিদ্যার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অকোশ বিক্রম চাকমা, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ড. ফখরুল ইসলাম।
এছাড়াও চরজব্বার থানার (এস.আই) ছাগির আহাম্মদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এটিএম মোহিতুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. মায়দুল হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা পরিষদ কমান্ডার মো. মোবারক হোসেন, উপজেলা বন কর্মকর্তা মো. মোশাররফ হোসেনসহ সরকারি দপ্তরের কর্মকর্তা বৃন্দ, সাংবাদিক, রাজনৈতিক, জনপ্রতিনিধিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।