হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

0
157

হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

নোয়াখালীর সুবর্ণচরের চরজব্বর ইউনিয়ন আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক হাজী বশির আহমদের ওপর হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।  শনিবার (২৭ এপ্রিল) বেলা ১১টায় সুবর্ণচর উপজেলা পরিষদ চত্ত্বরে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তরা অভিযোগ করে বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সুবর্ণচর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিমের পক্ষে প্রচারণায় অংশ নেওয়ায় গত ১২ এপ্রিল রাতের অন্ধকারে একদল দুর্বৃত্ত এ হামলা চালায়।  বর্তমানে তিনি ঢাকার একটি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এ সময় বক্তারা অবিলম্বে আওয়ামীলীগ নেতা বশিরের ওপর হামলাকারী ও তাদের পৃষ্ঠপোষকদের গ্রেপ্তারও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এতে আরও বক্তব্য রাখেন, সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাহার উদ্দিন খেলন, সাধারণ সম্পাদক মো.হানিফ চৌধুরী, চরজব্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট ওমর ফারুক ফারুক প্রমূখ।

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here