মাজার জিয়ারত শেষে ফেরার পথে একই পরিবারের চারজনসহ নিহত ৫

0
173

মাজার জিয়ারত শেষে ফেরার পথে হবিগঞ্জের মাধবপুরে ট্রাক-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজনসহ পাঁচজন নিহত হয়েছেন।

বুধবার (১ মে) দিবাগত রাত ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার বাদসাগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সিলেটে হযরত শাহজালাল (র.) মাজার জিয়ারত শেষে প্রাইভেটকারে ঢাকায় ফিরছিলেন পাঁচজন। রাত ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার বাদসাগেট এলাকায় বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে ওই প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়।

পরে হাইওয়ে পুলিশ নিহতদের মরদেহ ও দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় নিয়ে যায়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি; তবে তারা ঢাকায় বসবাসরত বরিশাল এলাকার বাসিন্দা বলে জানান ওসি।

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here