নেইমারের দলের কাছে ফাইনাল হেরে অঝোরে কাঁদলেন রোনালদো

0
106

৩৯ বছরের জীবনে ক্রিস্টিয়ানো রোনালদোর অপ্রাপ্তি আছে খুব কমই। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকা জিতেছেন ইউরোপের সম্ভাব্য সকল শিরোপা। জাতীয় দলের হয়ে জিতেছেন ইউরো ট্রফি। সেই রোনালদো এবার শিশুর মতো কাঁদলেন কিংস কাপ ফাইনালে হেরে! খেলার প্রতি নিবেদন হয়তো এটাই।

রোনালদোর অঝোরে কাঁদার আরও একটি কারণ থাকতে পারে। চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব আল হিলালের কাছে বারবার ধরাশায়ী হওয়ার আক্ষেপ। এই দলটার কাছেই সৌদি প্রো লিগের শিরোপা হাতছাড়া করেছে রোনালদোর দল আল নাসর। এবার জমজমাট লড়াইয়ের ম্যাচে কিংস কাপেও হেরেছে তারা।

শুক্রবার (৩১ মে) রাতে উত্তাপ ছড়ানো ফাইনাল ম্যাচে আল নাসরকে হারিয়েছে আল হিলাল। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়েও ১–১ গোলে সমতায় ছিল ম্যাচ। টাইব্রেকারে ৫–৪ গোলে জিতে যায় আল হিলাল। তবে ম্যাচের জয়-পরাজয় ছাপিয়ে গেছে রোনালদোর কান্নায়। ম্যাচ শেষে দলের হারের পর মাঠেই কান্নায় ভেঙে পড়তে দেখা যায় পর্তুগিজ মহাতারকাকে।

চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের লড়াইয়ে শুরু থেকেই ছড়িয়েছে উত্তাপ। ৭ মিনিটে রোনালদোদের জালে বল জড়ান আল হিলাল তারকা আলেক্সান্ডার মিত্রোভিচ। এরপর থেকেই আল নাসরের সমতায় ফেরার চেষ্টা শুরু। তবে প্রথমার্ধে একাধিক চেষ্টা করেও জালের দেখা পায়নি দলটি। বিরতির ঠিক আগে রোনালদোকে একবার নিরাশ করেন আল হিলাল গোলরক্ষক।

দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে আল নাসর। তবে এই অর্ধে আরও বড় ধাক্কা খায় রোনালদোর দল। ৫৬ মিনিটে ডেভিড ওসপিনা লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় আল নাসর। তবে লড়াই থামায়নি দলটি। কিন্তু একজন কম হওয়ায় তেমন একটা সুবিধা করতে পারছিল না তারা।

ম্যাচের ৮৫ মিনিট পেরিয়ে যাওয়ার পরেও পিছিয়ে ছিল নাসর। একসময় মনে হচ্ছিল, লড়াইবিহীন এক ম্যাড়মেড়ে ফাইনাল হতে যাচ্ছে এটি। তবে শেষদিকে আসে চমক। ম্যাচের ৮৭ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় আল হিলালের আলি আলবুলাইহিকে। খেলোয়াড় সংখ্যা সমতায় আসার পর ১ মিনিটের মধ্যে গোল করে আল নাসর।

ম্যাচের ৯০ মিনিটে আল হিলালের কালিদু কুলিবালি লাল কার্ড দেখায় ৯ জনের দলে পরিণত হয় প্রো লিগ চ্যাম্পিয়নরা। কিন্তু অতিরিক্ত ৩০ মিনিটে সুযোগটা কাজে লাগাতে পারেনি রোনালদোর দল। টাইব্রেকারে গড়ানোর পর ম্যাচ জিতে নেয় আল হিলাল।

পুরো ম্যাচ মাঠে থেকেও তেমন কোনো বড় পার্থক্য তৈরি করতে পারেননি রোনালদো। সে কারণে ম্যাচ হারের পর কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছেন তিনি। অন্যদিকে, ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠে না থাকলেও আল হিলালের শিরোপা–উৎসবে যোগ দেন নেইমার। সামাজিক যোগাযোগমাধ্যমে শিরোপা উৎসবের ছবিও পোস্ট করেছেন ব্রাজিলিয়ান তারকা।

Facebook Comments Box
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here