খালিদ হাসান।।
প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিক ভাবে নির্বাচনী প্রচারনায় নেমেছেন নোয়াখালীর সুবর্ণচর উপজেলা ৭নং পূর্ব চরবাটা ইউনিয়ন অধীনস্থ ৭ নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে উপ-নির্বাচনে অংশগ্রহণকারী ৪ জন প্রার্থী।
সাধারণ সদস্য পদে নির্বাচনীয় মাঠে প্রতিদ্বন্দ্বিতা করবে ওয়ার্ডের সাবেক মেম্বার আহসান উল্লাহ মিয়ন- ফুটবল,
এই ওয়ার্ডের সাবেক ইউপি মেম্বারের ছেলে আতিকুর রহমান সাজু- বৈদ্যুতিক পাখা , জাভিয়ান নগর জামে মসজিদের খতিব ও বিশিষ্ট সমাজসেবক মাওলানা কামাল উদ্দিন- টিউবওয়েল, বিশিষ্ট সমাজসেবক আলাউদ্দিন- তালা
উপজেলা নির্বাচন কমিশনের তথ্য মতে, ২৯ শে ডিসেম্বর সাধারণ সদস্য পদে উপ-নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবার ৫ হাজার ১৩৮ জনের মধ্যে পুরুষ ভোটার ২ হাজার ৬৯৬জন ও মহিলা ভোটার ২ হাজার ৪৪২ জন।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ৪ প্রার্থী জোরেশোরে নির্বাচনী প্রচারনায় সোমবার বিকাল থেকে মাঠে নেমেছেন। হাটে বাজারে রাস্তা ঘাটে এবং গুরুত্বপূর্ণ স্থানে পোষ্টার ব্যানারে ছেয়ে গেছে। তবে এখন পর্যন্ত প্রচারনায় এগিয়ে আছেন ফুটবল, বৈদ্যুতিক পাখা ও টিউবওয়েল মার্কার প্রার্থী।
নির্বাচনের প্রায়ই ১৫ দিন বাকী থাকায় দিন দিন বাড়ছে ভোটারদের কাছে প্রার্থীদের যাওয়া আসা। নিজেদের সমর্থন আদায়ের জন্য প্রার্থী মহল্লায় মহল্লায় ব্যাপক কার্যক্রম পরিচালনা করছেন।
উল্লেখ্য, সাইফুল ইসলাম ফরহাদ মেম্বারের মৃত্যুজনিত বিয়োগে ওয়ার্ডটি শূন্য ঘোষণা হওয়ার ৯০ দিনের মধ্যে ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ১ লা ডিসেম্বর এবং মনোনয়নপত্র বাছাই ০৩ তারিখ এছাড়াও প্রতিক বরাদ্দ দেয়া হয় ১১ই ডিসেম্বর।