অলিম্পিকে আজ ১৯টি স্বর্ণের লড়াই

0
121

প্যারিসে চলছে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত অলিম্পিক। গত শুক্রবার (২৬ জুলাই) ফ্রান্সের সিন নদীর উপরে অলিম্পিকের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। তারপরই শুরু হয়ে যায় পদকের লড়াই। এবারের আসরে অংশ নিয়েছে ২০৬ দেশের মোট ১০ হাজার ৭১৪ জন অ্যাথলেট।

প্যারিসে প্রতিদিনই হচ্ছে পদকের লড়াই। আজ অনুষ্ঠিত হবে ১৯টি স্বর্ণের লড়াই। শুটিং দিয়ে আজকে শুরু হবে পদকের লড়াই। এই ইভেন্টে স্বর্ণ থাকবে দুটি। দুপুরে অনুষ্ঠিত হবে মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলস। এরপর বিকেলে হবে পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলস।

ডাইভিংয়ে হবে একটি সোনার লড়াই। পুরুষ সিনক্রোনাইজড ১০ মিটার প্ল্যাটফর্ম হবে বিকেল ৩টায়। একই সময়ে ইকুয়েস্ট্রিয়ানে ইভেন্টিং দলীয় জাম্পিংয়ে সোনার লড়াই হবে। এছাড়া ইভেন্টিং ব্যক্তিগত ফাইনাল হবে সন্ধ্যা ৭টায়।

সাইক্লিংয়ে হবে একটি ফাইনাল। মাউন্টেন বাইক পুরুষ ক্রস-কান্টি লড়াই শুরু হবে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে। এরপর জুডোতে হবে দুটি স্বর্ণের লড়াই। প্রথমে মেয়েদের ৫৭ কেজি ফাইনাল হবে রাত ৯টায়। এরপর পুরুষ ৭৩ কেজি ফাইনাল হবে রাত সাড়ে ৯টায়।
আর্চারিতে হবে একটি সোনার লড়াই। পুরুষ দলীয় ফাইনাল হবে রাত ৯টা ১১ মিনিটে। ক্যানোয়িং স্লালমে পুরুষ একক ফাইনাল হবে রাত ৯টা ২০ মিনিটে। জিমন্যাস্টিকস পুরুষ দলীয় ফাইনাল হবে রাত সাড়ে ৯টায়।

সাঁতারে আজ অনুষ্ঠিত হবে ৫টি সোনার লড়াই। মেয়েদের ৪০০ মিটার সাঁতারের ব্যক্তিগত মেডলি দিয়ে শুরু হবে এই ইভেন্ট। এটি শুরু হবে রাত সাড়ে ১২টায়। এরপর পুরুষ ২০০ মিটার ফ্রিস্টাইলে ফাইনাল হবে রাত ১২টা ৪০ মিনিটে। পুরুষ ১০০ মিটার ব্যাকস্ট্রোক হবে রাত ১টা ১৯ মিনিটে। এছাড়া মেয়েদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোক ফাইনাল হবে রাত ১টা ২৫ মিনিটে। এরপর মেয়েদের ২০০ মিটার ফ্রিস্টাইল হবে রাত ১টা ৪১ মিনিটে।
ফেন্সিংয়ে থাকবে দুটি ফাইনাল। মেয়েদের স্যাবর ব্যক্তিগত ফাইনাল হবে রাত ১টা ৪৫ মিনিটে। এরপর পুরুষ ফয়েল ব্যক্তিগত ফাইনাল অনুষ্ঠিত হবে রাত ২টা ১০ মিনিটে।

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here