ইব্রাহিম খলিল শিমুল।।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক কর্তৃক ওষুধ কোম্পানির চার প্রতিনিধিকে লাঞ্ছিত এবং হেনস্থার প্রতিবাদে ও পরিচালকের দ্রুত বিচারের দাবিতে সুবর্ণচরে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুন) সকালে উপজেলার চরজব্বার থানা মোড় চত্বরে “বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস এ্যাসোসিয়েশন” (ফারিয়া) এর নোয়াখালী সুবর্ণচর শাখার আয়োজনে সংগঠনের ৬০ জন সদস্যসহ প্রায় দু’শতাদিক মানুষ মানববন্ধনে অংশ নেন।
সংগঠনের সুবর্ণচর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. ফয়েজ আহম্মেদ এর সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি তারেক উদ্দিন নিমেল, সিনিয়র সহ-সভাপতি মো. মতিউর রহমান, সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ, সবুজ বাংলাদেশ সংগঠনের সুবর্ণচর উপজেলা সভাপতি খন্দকার মো. দিদারুল আলমসহ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, কোনো কারণ না দেখিয়ে গত রোববার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ঢুকার দায়ে প্রতিষ্ঠানের পরিচালকের উপস্থিতিতে ফারিয়া’র চার প্রতিনিধিকে লাঞ্ছিত ও হেনস্থা করে হাসপাতাল কর্তৃপক্ষ। পরে হাসপাতালের ভিতরে মোসলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। তারা অভিযোগ করে বলেন, এ অনাকাঙ্ক্ষিত ঘটনায় দায়ে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবী তোলেছেন। যদি ক্ষমা না চাই পরবর্তীতে আমরা কর্মবিরতিতে যাবো। অন্যথায় সংগঠনের মালিক পক্ষের সাথে সমন্বয় করে মেডিসিন সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিবেন বলেও জানিয়েছেন তারা।