জাতীয় দলে ফিরতে চান সাইফুদ্দিন

0
327

বাংলাদেশের বিশ্বকাপ দলে একজন পেস অলরাউন্ডারের অভাব আছে। সাইফউদ্দিন হতে পারতেন সেই পেস অলরাউন্ডার। তবে বেশ কিছুদিন যাবত ইনজুরিতে ভুগছেন জাতীয় দলের পেস বোলিং আলরাউন্ডার মোহাম্মাদ সাইফুদ্দিন। বিশ্বকাপ দলেও তার ঠাঁই হয়নি। তবে ঢাকার উত্তরায় ‘স্ন্যাপস্টোর’ নামক একটি রিসেলার ব্র্যন্ড শপ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাইফুদ্দিন সবাইকে বিশ্বকাপে বাংলাদেশ দলকে সমর্থনের আহ্বান জানিয়েছেন।

বিশ্বকাপ দল থেকে তামিম ইকবালকে বাদ দেওয়া নিয়ে অনেক বিতর্ক হয়েছে। সমর্থকরা ক্ষুব্ধ। তাদের প্রতি অনুরোধ জানিয়ে সাইফুদ্দিন বলেন, ’যেই ১৫ জন বিশ্বকাপ খেলতে গিয়েছে, আমাদের উচিত তাদেরকে সাপোর্ট করা। এখন আর সেই সময় নেই যে এদেরকে নিয়ে আমরা নেতিবাচক কিছু বলব।’ নিজের ক্যারিয়ার নিয়ে তিনি বলেন, ’এই বিশ্বকাপের পরে জাতীয় দলের আরো শিডিউল আছে। টি-২০ বিশ্বকাপও সামনে আছে। এখন আমি নিজেকে গুছিয়ে নিচ্ছি। সামনের দিকে তাকিয়ে আছি। নিশ্চই পার্ফরম করলে আমার সুযোগ আসবে সামনের খেলাগুলোতে দলে ভিড়ার। আমি চেষ্টা করব ভালো কিছু করার এবং দলে ফেরার।’

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here