দিনের ব্যবধানে পেঁয়াজের দাম বাড়লো ১৫ টাকা

0
310

পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ করেছে ভারত। এই খবরে খাতুনগঞ্জের আড়তে দিনের ব্যবধানে প্রতি কেজির দাম বেড়েছে ১৫ থেকে ১৮ টাকা। খুচরায় যা বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭০ টাকায়।

রোববার (২০ আগস্ট) দুপুরে সরেজমিনে এই দৃশ্য দেখা যায়। আগামীতে বেশি দামে বিক্রির আশায় ভালো মানের পেঁয়াজ বিক্রি বন্ধ করে দিয়েছে অনেক আড়ত।

মেসার্স বাচা মিয়া আড়তের ম্যানেজার বলেন, এদিন মানভেদে ভারতীয় পেঁয়াজ কেজিপ্রতি ৫৮ থেকে ৬৫ টাকায় বিক্রি হচ্ছে। শনিবার (১৯ আগস্ট) যা ছিল ৪৫ টাকা।

তিনি জানান, স্থলবন্দরকেন্দ্রিক ব্যবসায়ীরা ভারত থেকে পেঁয়াজ আমদানি করেন। খাতুনগঞ্জের আড়তে তা পৌঁছে দেন বেপারিরা। তাদের নির্ধারিত দরে কমিশনের ভিত্তিতে আড়তে বিক্রি হয়।

অনেকে অভিযোগ করেছেন, নতুন শুল্ক হারযুক্ত ভারতীয় পেঁয়াজ চট্টগ্রাম আসার আগেই দাম বাড়ানো হয়েছে।

এ প্রসঙ্গে এক আড়তদার বলেন, পেঁয়াজ পচনশীল পণ্য। প্রতি বস্তায় অনেক পচা-গলা থাকে। এরই মধ্যে হিলিতে মূল্য বৃদ্ধি পেয়েছে। ফলে আড়তেও বেড়েছে। এখানে দেশি পেঁয়াজ সামান্য।

মুদি দোকানি আহমদ উল্লাহ বলেন, প্রতি রোববার পাইকারিতে পেঁয়াজ কিনতে খাতুনগঞ্জে আসি। রাতারাতি মসলাজাতীয় পণ্যটির দাম বেড়েছে। আমি কিনলাম ৫৮ টাকায়। বিক্রি করতে হবে ৬৫ টাকায়। অন্যথায় পড়তা পড়বে না।

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here