দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে জরুরি বৈঠকে আন্তঃমন্ত্রণালয়

0
239

দ্রব্যমূল্য সহনীয় রাখতে করণীয় নিয়ে শুরু হয়েছে আন্তঃমন্ত্রণালয় বৈঠক। রোববার (২১ জানুয়ারি) অর্থমন্ত্রণালয়ের সভা কক্ষে বিকেলে এ বৈঠক শুরু হয়। বাজারে নিত্যপণ্যের সরবরাহ বাড়ানোর কৌশল নির্ধারণ, মজুতদার ও সিন্ডিকেটের কারসাজি রোধ এবং প্রয়োজনীয় পণ্য আমদানির মাধ্যমে দ্রুত সময়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের উপায় বের করতে বৈঠকে আলোচনা হবে বলে জানা গেছে।

এতে উপস্থিত রয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, কৃষিমন্ত্রী আব্দুস শহীদ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার, এনবিআর চেয়ারম্যানসহ রাষ্ট্রের উচ্চপর্যায়ের কর্মকর্তারা।

সংশ্লিষ্ট সূত্র বলছে, নতুন সরকারের চ্যালেঞ্জ আর্থিক খাতের স্থিতিশীলতা ও দ্রব্যমূল্য সহনীয় রাখা। নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখা ও আসছে রমজানে দ্রব্যমূল্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত রাখতে পণ্যের চাহিদা, যোগান, মজুতদারি ও আমদানি এসব বিষয়ে আলোচনা হচ্ছে এই বৈঠকে।

সভায় বিভিন্ন পণ্যের উৎপাদন ও আমদানি পরিস্থিতি নির্ধারণ করে পণ্যের আমদানি করা হবে কী না, কোন প্রক্রিয়ায় আমদানি করা হবে, তাতে ডলার সংকট থাকলে সেটা কীভাবে মোকাবেলা করা হবে- তা নিয়েই আলোচনা হচ্ছে।

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here