ধানমন্ডিতে পুলিশ বক্সে হামলা

0
304

রাজধানীর ধানমন্ডির সাত মসজিদ রোডের ট্রাফিক পুলিশ বক্সে হামলা চালিয়েছেন অটোরিকশা চালকরা। এ ঘটনায় এক পুলিশ সদস্য আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এই হামলার ঘটনার সঙ্গে জড়িত ৩ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার আবু তালেব বলেন, নিয়ম অনুযায়ী ট্রাফিক পুলিশের সদস্যরা ধানমন্ডির প্রধান সড়কে অটোরিকশা চালাতে বাধা দেয়। মূল সড়কে অটো রিকশা চলাচলে বাধা দেওয়ায় চালকরা ক্ষুদ্ধ হয়ে ট্রাফিক পুলিশ বক্সে আঘাত করে। পুলিশ বক্সের কিছু কাঁচ ভেঙে যায়। এই ঘটনায় স্থানীয় জনতার সহায়তায় তিনজনকে আটক করা হয়েছে। একজন পুলিশ সদস্য আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এর আগে গত ১৮ ডিসেম্বর রিকশা ধরা ও ট্রাফিক পুলিশের হয়রানির অভিযোগে রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ তিন রাস্তা এলাকায় মোহাম্মদপুরের ট্রাফিক পুলিশের বক্সে হামলা চালান রিকশা চালকরা। হামলাকারীরা ট্রাফিক বক্স ও বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করে। ২০২৩ সালের শুরুর দিকে একই অভিযোগে আরও একবার হামলার ঘটনা ঘটেছিল।

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here