জাতীয় দলের দায়িত্বে শ্রীরাম

0
361

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ জাতীয় দলের টেকনিক্যাল কনসালটেন্টের দায়িত্ব পালন করেছিলেন শ্রীধরণ শ্রীরাম। কিন্তু সেই বিশ্বকাপে টাইগারদের ভরাডুবি হওয়ার কারণে ভারতীয় এই কোচের সঙ্গে সফরটা লম্বা হয়নি তার।

দরজায় কড়া নাড়ছে আরও একটি বিশ্বকাপ। আগামী ৫ অক্টোবর পর্দা উঠবে ওয়ানডে বিশ্বকাপের। বৈশ্বিক এই আসরকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আরও একবার সম্পর্কে জড়ালো শ্রীরামের সঙ্গে।

আসন্ন ভারত বিশ্বকাপে বাংলাদেশ দলের টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে আবারও তাকে দায়িত্ব দিয়েছে বিসিবি।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বিশ্বকাপের জন্য আমরা তাকে নিচ্ছি। তিনি টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে কাজ করবেন।’

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে জাতীয় দলের টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয় শ্রীধরণকে। বিশ্বকাপের পর তৎকালীন কোচ রাসেল ডোমিঙ্গোকে টি-টোয়েন্টি দলের দায়িত্ব থেকে সরিয়ে কোচের পদে বসানো হয় ভারতীয় এই কোচকে।

এরপর হাথুরুসিংহে কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর টেকনিক্যাল কনসালটেন্টের দায়িত্ব ছেড়ে দেন শ্রীরাম।

তবে আবারও একটি বিশ্বকাপের আগে তাকে দলের দায়িত্বভার বুঝিয়ে দিয়েছে বিসিবি।

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here