শ্রীলংকা থেকে এবার ডাক পেলেন শরিফুল

0
394

আসন্ন লংকান প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলার প্রস্তাব পেয়েছেন শরিফুল ইসলাম। সোমবার তাওহিদ হৃদয় ও তাসকিন আহমেদের পর বাঁহাতি এ পেসারও প্রস্তাবটি পেয়েছেন লংকান লিগ খেলার। এ নিয়ে বাংলাদেশ থেকে ৫ম খেলোয়াড় হিসেবে এলপিএল খেলার প্রস্তাব পেয়েছে।

বাঁহাতি পেসার শরিফুলকে ডাক দিয়েছে কলম্বো স্ট্রাইকার্স। এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ছাড়পত্রের অপেক্ষায় আছেন তিনি। ক্রিকেট বোর্ড অনাপত্তিপত্র (এনওসি) দিলেই শ্রীলংকায় উড়াল দেবেন শরিফুল।

এর আগে বাংলাদেশের সাকিব আল হাসান এবং মোহাম্মদ মিঠুনকে দলে টেনেছিল দুবারের রানারআপ গল টাইটান্স। সোমবার দুপুরে প্রথম এলপিএলে নিজের ডাক পাওয়ার বিষয়ে বোর্ডকে জানান তাসকিন আহমেদ।

এর পরেই বিকালে জানা যায়, বর্তমান চ্যাম্পিয়ন জাফনার রাডারে আছেন বাংলাদেশের মিডলঅর্ডার ব্যাটার তাওহিদ হৃদয়। তাকে অনাপত্তিপত্র দিতে প্রস্তুত বিসিবি। রাতে জানা যায়, শরিফুলকে দলে নিতে আগ্রহী টুর্নামেন্টের বর্তমান রানার-আপ কলম্বো স্ট্রাইকার্স।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ৩০ জুলাই শুরু হয়ে ২০ আগস্ট পর্যন্ত চলবে এলপিএলের এবারের আসর। এ সময় বাংলাদেশ দলের কোনো খেলা নেই। যদিও এই সময়ে জাতীয় দলের বিশেষ ক্যাম্প চলবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে।

ক্যাম্প চলাকালে শরিফুল, তাসকিনদের অনাপত্তিপত্র দেওয়া হবে কিনা তা নিয়ে এখনই নিশ্চিত করেনি বোর্ড। সাকিব বর্তমানে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি খেলছেন। সেখান থেকে যোগ দেবেন এলপিএলে। জাতীয় দলের বাইরে থাকা মিঠুনের জন্যও অনাপত্তিপত্র নিয়ে সমস্যা নেই। বাকিদের ব্যাপারেও খুব দ্রুতই সিদ্ধান্ত আসতে পারে।

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here