খালিদ হাসান।।
পরীক্ষায় ভালো ফলাফলের প্রত্যাশা করে হাজী মোশারফ হোসেন স্কুল অ্যান্ড কলেজে ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ নভেম্বর ) সকালে কলেজ মিলনায়তনে প্রতিষ্ঠানের সভাপতি হাজী ফজলুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সৈকত সরকারি কলেজের অধ্যক্ষ মোনায়েম খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান ড.কামাল উদ্দিন, ফেনী জেলার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহিন সিরাজ, কবিরহাট সরকারি কলেজের প্রভাষক শফিকুল ইসলাম সাজু, চরজব্বর থানার ওসি তদন্ত জয়নাল আবদীন, উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন চৌধুরী বাহার, চরজুবলী ফাজিল মাদ্রাসার প্রভাষক মিজানুর রহমান, ২ নং চরবাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুজাম্মেল হোসেন, হাজী মোশারফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নিরঞ্জন চন্দ্র সাহা, সুবর্ণচর প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক কামাল চৌধুরী, মোহাম্মদ আলী কলেজের অধ্যক্ষ আজমীর হোসেন, আদর্শ গ্রাম হাইস্কুলের প্রধান শিক্ষক বোরহান উদ্দিন। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক সহ প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা।
এসময় অতিথিরা বক্তব্যে বলেন, আজকের ছাত্রছাত্রীরা আগামী দিনের ভবিষ্যৎ। তরুণ প্রজন্মের দিগে দেশের মানুষ তাকিয়ে থাকে। এই বিদায় চির বিদায় নয়। শিক্ষা গ্রহনে ক্ষেত্রে এই ধাপগুলো অতিক্রম করতে হয়।
বিদায়ী ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে শাহিন সিরাজ নিজের এবং প্রতিষ্ঠানের পরিচালক মোজাম্মেল হোসেন এর পক্ষ থেকে এ+ প্রাপ্তি শিক্ষার্থীদের ২০ হাজার টাকা পুরষ্কার ঘোষণা দিয়ে বলেন,এই প্রতিষ্ঠানের (কলেজ শাখার) প্রথম ছাত্র ছাত্রী হিসেবে তোমাদের ফলাফল প্রতিষ্ঠান সারাজীবন মনে রাখবে।এবং তোমাদের ভবিষ্যতের জন্য ও খুবই গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে হাজী মোশারফ হোসেন স্কুল এন্ড কলেজের ধর্মীয় শিক্ষক মাওলানা আবুল কাশেমের পরিচালনায় পরীক্ষার্থীদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।