২০৩০ সালের মধ্যেই এইডস নির্মূল সম্ভব : জাতিসংঘ

0
257

এইডসের ওষুধ-টিকা আবিষ্কার ও জনসচেতনতা বৃদ্ধি করে ২০৩০ সালের মধ্যেই বিশ্ব থেকে এইডস নির্মূল সম্ভব বলে মনে করছে জাতিসংঘ।

বৃহস্পতিবার (১৩ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন জাতিসংঘের বৈশ্বিক প্রকল্প ইউএনএইডসের নির্বাহী পরিচালক উইনি বায়ানিমা।

তিনি বলেন, এইডস এখনও নির্মূল করা সম্ভব হয়নি। তবে প্রতিরোধ অভিযান যে পর্যায়ে রয়েছে—তাতে বৈশ্বিক দাতা দেশ ও সংস্থাগুলো এগিয়ে এলে ২০৩০ সালের মধ্যে বিশ্বকে চিরতরে এইডসের অভিশাপমুক্ত করা সম্ভব। আর যদি তা না হয়, সেক্ষেত্রে আরও কয়েক দশক অপেক্ষা করতে হবে।

উইনি বায়ানিমা বলেন, ২০১৫ সালে ইউএনএইড নামের এই প্রকল্পের কার্যক্রম শুরু হয়। প্রতিষ্ঠাকাল থেকেই প্রকল্পটির লক্ষ্য ছিল ২০৩০ সালের মধ্যে বিশ্বকে এইডসমুক্ত করা।

প্রসঙ্গত, এইডস রোগের জন্য হিউম্যান ইমিউনো ভাইরাস (এইচআইভি) নামের বিশেষ একটি ভাইরাস দায়ী। মানবদেহে এই ভাইরাসটি প্রবেশ করলে সেটি মানুষের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা ও প্রতিরক্ষাকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করে। এর ফলে এইডস রোগী খুব সহজেই যেকোনো সংক্রামক রোগে আক্রান্ত হতে পারেন, যা শেষ পর্যন্ত তার মৃত্যু ঘটাতে পারে।

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here