সংসদে উঠছে সাইবার নিরাপত্তা বিল

0
279

জাতীয় সংসদে উঠছে সাইবার নিরাপত্তা বিল-২০২৩। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সংসদ অধিবেশনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বিলটি উত্থাপন করবেন বলে জানা গেছে। এতে সভাপতিত্ব করবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

সংসদের কার্যবিবরণীতে বলা হয়েছে, সাইবার নিরাপত্তা বিল-২০২৩ সংসদে উত্থাপন করবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এর পরীক্ষামূলক প্রতিবেদনের জন্য ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানোর প্রস্তাব করবেন প্রতিমন্ত্রী।

গত ৭ আগস্ট সরকার জানায়, তারা ডিজিটাল নিরাপত্তা আইনকে ‘রূপান্তর’ এবং ‘আধুনিকায়ন’ করার সিদ্ধান্ত নিয়েছে। যার নাম হবে ‘সাইবার নিরাপত্তা আইন’। যেখানে বিদ্যমান আইনের কিছু ধারা সংশোধন করা হবে। গত ২৮ আগস্ট মন্ত্রিসভা সিএসএর চূড়ান্ত খসড়া অনুমোদন করে।

 

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here